চান্দিনা

অসচেতনতা_যেখানে_নিত্যসঙ্গী,উপজেলা নিবাহী অফিসার

ফেইসবুক থেকে সংগ্রহীত

#অসচেতনতা_যেখানে_নিত্যসঙ্গী

১। প্রায় ০২ মাস হতে চললো, বাজার স্থানান্তর করা হয়েছে স্কুলের খালি মাঠে। কিন্তু এখনো সুযোগ বুঝে পূর্বের স্থানে চলে আসতে চায় কতিপয় অতি মুনাফা লোভী ব্যবসায়ী। যেখানে নেই কোন সামাজিক দূরত্বের বালাই।

২। সরকারী নির্দেশনা মেনে খুলে দেয়া হয়েছে প্রায় সবকিছুই। কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে (হোক সে শিক্ষিত,অশিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত!!!) এখনো রয়ে গেছে #আমার_কিছুই_হবেনা টাইপের মানসিকতা। ফলাফল মাস্ক ছাড়া বের হওয়া, আড্ডা মারা, ঘুরে বেড়ানো, আরো কতকিছু!!

৩। বিদেশী বাপের পোলা বলে যা ইচ্ছে তাই করবে, ভাবখানা এমনই!! বয়স এখনো ষোলোই হয়নি। এরই মধ্যে বন্ধুসহ মোটরসাইকেলে অযথা এদিক-সেদিক ঘুরে বেড়ানো। সাথে নেই মাস্ক, হেলমেট, লাইসেন্স কিংবা ন্যূনতম স্বাস্থ্য সচেতনতা। করোনা এদের নিকট অসহায়ই বটে!!!!!

 

#কবে_যে_সচেতন_হবো? #মরার_পরে_নিশ্চয়ই_নয়?

 

(বি.দ্র.- সামাজিক দূরত্ব না মানা, মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে চান্দিনায় একাধিক ব্যক্তি ও প্রতিষ্টানকে মোবাইল কোর্টে অর্থদন্ড)

Close