চৌদ্দগ্রাম
চান্দিনায় নতুন ভবনে রূপালী ব্যাংকের কার্যক্রম উদ্বোধন
চান্দিনায় নতুন ভবনে রূপালী ব্যাংকের কার্যক্রম উদ্বোধন
।। মো. আবদুল বাতেন।।
কুমিল্লার চান্দিনায় নতুন ভবনে রূপালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়। বুধবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার বাড়েরায় মমতাজ উদ্দিন ভবনে ওই ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- বিভাগীয় কার্যালয় কুমিল্লার মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ।
অনুষ্ঠানে কুমিল্লা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (জোনাল ম্যানেজার) মো. মাহাবুব উল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লার বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক কাজী মহিবুর রহমান, কুমিল্লা সেনানিবাস কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম, বাড়েরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো .মফিজ উদ্দিন ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের এসপিও শাহেদ মোহাম্মদ এমদাদ উল্লাহ, বাড়েরা বাজার ব্রাঞ্চ এর ব্যবস্থাপক মো. জোহর আলী, প্রফেসর মোশাররফ হোসেন ভূইয়া, মো. আবদুল্লাহ আল মামুন প্রমুখ।