দাউদকান্দি
দাউদকান্দিতে ৪০ কেজি গাঁজাসহ আটক ২
দাউদকান্দিতে ৪০ কেজি গাঁজাসহ আটক ২
।।সোহেল রানা।।
দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ সংলগ্ন এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি -চান্দিনা সার্কেল এএসপি মোঃ ফয়েজ ইকবাল নির্দেশনায় ১৩ এপ্রিল ( বুধবার) গভীর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ সংলগ্ন এলাকা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার চট্ট মেট্রো গ-১১-১০৬৮ থেকে মোঃ পারভেজ (২১) মোঃ কাতিবুর রহমান (২৮) নামের সন্দেহভাজন দুইজনকে আটক করে প্রাইভেটকার তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করেন সাব-ইন্সপেক্টর (এসআই) সুদর্শন।
গ্রেফতারকৃতরা হলেন ১, মোঃ পারভেজ কুমিল্লা জেলার কোতোয়ালি থানার কৃষ্ণপুর গ্রামের মোঃ ছাফর আলীর পুত্র, ২, মোঃ কাতিবুর রহমান একই জেলার কোতোয়ালি থানার দক্ষিণ জামবাড়ীর হাজী ওয়াহাবের পুত্র।
এই ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আসামিদের কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।