আন্তর্জাতিকজাতীয়
ইউনেস্কো-বঙ্গবন্ধু পুরস্কার দেওয়া হবে নভেম্বরে
ইউনেস্কো-বঙ্গবন্ধু পুরস্কার দেওয়া হবে নভেম্বরে
আগামী নভেম্বর সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রে ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরষ্কার প্রথমবারের মত প্রদান করা হবে। প্যারিসে অবস্থিত ইউনেস্কোর ৪১তম সাধারণ সভায় এই পুরস্কার প্রদান করা হবে।প্যারিস দূতাবাস থেকে এ বিষয়ে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনেস্কোর সংস্কৃতি সেক্টরের সহকারী মহাপরিচালক এরনেস্টো রেনাটো ওটোনে তার বক্তব্যে বাংলাদেশকে ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনে এগিয়ে আসায় ধন্যবাদ জ্ঞাপন করে সকল সদস্য রাষ্ট্রকে মনোনয়ন প্রদানের জন্য উদাত্ত আহ্বান জানান এবং সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের উৎসাহিত করার মহতী উদ্যোগে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।
#বঙ্গবন্ধু #Mujib100 #Unesco #SheikhMujib #পুরস্কার