দেবিদ্বার

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীকাল সারাদিন নৌকা মার্কায় ভোট দিন,আহবানে-ওমর ফারুক।

👉উন্নয়নের আইকন তিনি,প্রিয় কালাম ভাই
দেবিদ্বারে উপ-নির্বাচনে,তার বিকল্প নাই।

👉ছেলের মতো ভালোবাসেন, মুরুব্বিগন তাকে
দেবিদ্বার বাসী ধন্য এইবার,কালাম ভাইকে পেয়ে।

👉শোনেন এলাকাবাসী, শুনেন দিয়া মন,
চেয়ারম্যান হলে কালাম ভাই,হবে উন্নয়ন।

👉সাহসী সৎ নেতা, মনটা বড় তার,
করেনি কারো ক্ষতি, করছে উপকার।

👉দেশে বিদেশে আছে, অনেক সম্মান তার,
খুলে যাবে দেবিদ্বার বাসীর, ভাগ্যটা এবার।

“”উন্নয়নের ধারা অব্যাহত রাখতে
আগামীকাল সারাদিন
নৌকা মার্কায় ভোট দিন “”

Close