১১০ কেজি গাজাসহ মাদক ব্যাবসায়ী সাইদুল প্রকাশ জহির গ্রেফতার।
মাননীয় পুলিশ সুপার কুমিল্লা মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর তত্ত্বাবধানে বুড়িচং থানা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে বুড়িচং থানার শংকোচাইল বাজার হতে ১১০ কেজি গাজাসহ মাদক ব্যাবসায়ী “সাইদুল প্রকাশ জহির (২৪)” কে গ্রেফতার করে বুড়িচং থানার একটি চৌকস দল।