চান্দিনা
চান্দিনার জোয়াগে শোক দিবসে কাঙ্গালীভোজ,শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলিফ মাহমুদ কাউছার

চান্দিনার জোয়াগে শোক দিবসে কাঙ্গালীভোজ,শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে চান্দিনার জোয়াগে শোক র্যালি,আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার(১৫ আগস্ট) দিনব্যাপী জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগ এ কর্মসূচি পালন করে।
দুপুর ৩ টায় জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুস ছালাস সওদাগর এর উদ্যোগে জোয়াগ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জোয়াগ বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন,জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল মজুমদার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জোয়াগ ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি মো.আব্দুল বাতেন,সহ-সভাপতি শাজাহান ভূইয়া,ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো.আব্দুস ছালাম সওদাগর, ইউনিয়ন আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম জুয়েল মুন্সী,উলামা আওয়ামীলীগ সভাপতি মাও.রফিকুল ইসলাম,ইউনিয়ন আ’লীগ শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুর রশিদ,আওয়ামীলীগ নেতা শাহেন শাহ,জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান হৃদয়,ওয়ার্ড আ’লীগ সভাপতি বশিরুল্লাহ,সাধারণ সম্পাদক আতিকুল্লাহ,ইউনিয়ন পরিষদ সদস্য আ.রব, মোবারক হোসেন প্রমুখ।
জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল বক্তৃতায় বলেন- ’আমরা চান্দিনা উপজেলার সন্তান। কুলাঙ্গার খুনি রশিদ এর কারণে আমরা নিজ উপজেলার পরিচয়টাও দিতে যেন সংকোচ বোধ করি। এই খুনিকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হউক।চান্দিনার মানুষ তার লাশটিও দেখতে চায় না।’
জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সওদাগর বলেন- ’বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাঙালী জাতিকে এবং বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো হত্যাকারীরা। খুনি মোশতাক ও জিয়াউর রহমান ইন্ডেমনিটি অধ্যাদেশ ও আইন করে বঙ্গবন্ধু হত্যা মামলার কার্যক্রম বন্ধ করে রাখে। আওয়ামীলীগ ক্ষমতায় এসে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে হত্যা মামলার বিচার সম্পন্ন করে।’ কয়েকজন আসামী এখনো পলাতক রয়েছে। তাদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তিনি।
শোক সভা শেষে লক্ষীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. আলী নেওয়াজ নেতৃত্বে বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় কাঙালিভোজ সহ হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জোয়াগ ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান আনিছ,জোয়াগ ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক সম্পাদক নাজমুল হাসান সোহাগ,দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি মাহমুদুল হাসান রাসেল,জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাহিদ হাসান রাকিব,সাগর মুন্সী,মিনহাজ,বোরহান তালুকদার।





