তিতাস

মেঘনায় এমপি বাবা,মায়ের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন মেয়ে ওয়াফা ইসলাম

মেঘনায় এমপি বাবা,মায়ের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন মেয়ে ওয়াফা ইসলাম।

 

 

কুমিল্লার মেঘনা উপজেলার মেয়ে মেঘনাকন্যা (রায়পুর- লক্ষীপুর) সংরক্ষিত আসন-৪৯ সংসদ সদস্য  সি.আই.পি সেলিনা ইসলাম ও তার স্বামী রায়পুর- রক্ষীপুর আসনের সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুল এর পক্ষথেকে গরীব-অসহায়দের মাঝে ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী  বিতরণ করেন তার বড় মেয়ে

ওয়াফা ইসলাম।

 

৩১ মে  শুক্রবার, মেঘনা উপজেলার বিভিন্ন এলাকার ঘুরে ঘুরে গরিব ও অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গী ও ঈদ সামগ্রী বিতরণ কালে ওয়াফা ইসলাম বলেন, আমি বিদেশে থাকি, আমার বাবার এলাকা রায়পুর অসহায় গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণে ব্যস্তথাকায় তাদের পক্ষে থেকে মেঘনা উপজেলার বিভিন্ন এলাকার শিশু অসহায় গরীব মানুষকে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পক্ষ থেকে শাড়ী, লঙ্গী ও ঈদ সামগ্রী বিতরণ করছি।

 

মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিলন সরকার  বলেন, ঈদ সামগ্রী পেয়ে গরিব অসহা পরিবারগুলোর মুখে হাসি ফুঁটে উঠেছে, মেঘনার অহংকার মেঘনাকন্যা সিআইপি সেলিনা ইসলাম এমপি, আমাদের চর অঞ্চলের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে থাকার জন্যে মেঘনাবাসী তার কাছে সবসময় কৃতজ্ঞ।

 

এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবিকা মোসাম্মৎ  ইয়াসমিন প্রধান, মাজেদুল ইসলাম টুটুল, গবিন্দপুর ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মুন্সি তপনসহ আরো অনেকে।

 

Close