চান্দিনাজাতীয়

‘মুজিব’ দেখতে সিনেমা হলে চান্দিনার ৬ শতাধিক শিক্ষার্থী

‘মুজিব’ দেখতে সিনেমা হলে চান্দিনার ৬ শতাধিক শিক্ষার্থী

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার চান্দিনায় ‘পালকি’ সিনেমা হলে ‘মুজিব’ একটি জাতির রূপকার সিনেমা দেখেছেন ৬শতাধিক শিক্ষার্থী।

উপজেলা প্রশাসনের আয়োজনে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর শিক্ষার্থীরা মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ওই সিনেমাটি উপভোগ করে।

চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রধান শিক্ষক খুরশিদ আলম সহ অন্তত ২০শ শিক্ষক শিক্ষার্থীদের সাথে সিনেমাটি দেখতে হলে যান।

সিনেমাটি উপভোগ করে শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, ‘মুজিব একটি জাতির রূপকার, এটি একটি বিপ্লবী ছবি। আমরা দেখেছি, সবাই দেখুন। এক অসাধারণ ইতিহাসগাথা।’

গত শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহের দুই শতাধিক স্ক্রিনে সিনেমাটি মুক্তি পায়। আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে আগামী ২৭ অক্টোবর।

এদিকে মুক্তির প্রথম দিন শুক্রবার চান্দিনা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতার্মীদের নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি হলে গিয়ে উপভোগ করেছেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

Close