চান্দিনা

মহাসড়কে কুমিল্লা টু হোমনা একতা সার্ভিসের বাস চলাচল উদ্বোধন

মহাসড়কে কুমিল্লা টু হোমনা একতা সার্ভিসের বাস চলাচল উদ্বোধন

।। মো. শরীফুল ইসলাম।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা থেকে গৌরীপুর হয়ে হোমনা পর্যন্ত যাত্রীদের ভোগান্তি রোধে একতা সার্ভিস নামে যাত্রী পরিবহনের জন্য বাস চলাচল উদ্বোধন করা হয়।

রবিবার (১৭ জানুয়ারি) সকালে কুমিল্লার শাসনগাছা বালুর মাঠে ওই বাস সার্ভিসের শুভ-উদ্বোধন করেন আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল।

এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা বাস মালিক গ্রুপের মহাসচিব হাজী তাজুল ইসলাম, কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন ৯৩৮ এর সভাপতি মো. মফিজুল ইসলাম, পরিবহন শ্রমিক ইউনিয়ন ৯৩৮ শাসনগাছা শাখার সাধারণ সম্পাদক মো. টিটু মিয়া, একতা বাস সার্ভিস এর পরিচালক মো. কাজী ইকবাল হোসেন, সহকারী পরিচালক কে.এম. জামাল, মো. কামাল মুন্সী প্রমুখ।

বাস সার্ভিসের সহকারী পরিচালক কে.এম জামাল জানান- বাসে সিটের অতিরিক্ত কোনো যাত্রী নেওয়া হবে না। গেট লক সিটিং সার্ভিস এই বাসে যাত্রীদের সেবায় রয়েছে ফ্রি ওয়াইফাই ও এলইডি টিভি। এছাড়াও বাসটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হবে। এর আগে শনিবার সকালে হোমনা বাস স্টেশনে সার্ভিসটির উদ্বোধন করেন- কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

Close