তিতাস

বুড়িচংয়ে কাল বৈশাখী ঝড়ে গাছ ভেঙ্গেপরে ৫ সন্তানের জননীর মৃত্যু

বুড়িচংয়ে কাল বৈশাখী ঝড়ে গাছ ভেঙ্গেপরে ৫ সন্তানের জননীর মৃত্যু

 

রিপন অাহমেদ ভূইয়া।

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউপি’র কালিকাপুর মধ্যপাড়া গ্রামে কাল বৈশাখীর ঝরে গাছ ভেঙ্গে পরে রোকেয়া বেগম (৩৮) নামে ৫ সন্তানের জননী নিহত হয়েছে। শনিবার সকাল সারে ৯টায় বয়ে যাওয়া ঝড়ের সময় নিহতের বাড়ির পাশেই এ ঘটনা ঘটে।

বুড়িচং থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর মধ্যপাড়া গ্রামের বাজার মসজিদের মোয়াজ্জেম মোঃ আমজাদ হেসেনের স্ত্রী রোকেয়া বেগম প্রতিবেশী হিরন মিয়ার বাড়ি থেকে নিজ বসতে ফেরার পথে এ ঘটনা ঘটে। ঝড়ের কবলে পড়ে বাড়ির পাশের একটি একাশি গাছ ভেঙ্গে রোকেয়া বেগমের মাথায় উপরে পরলে তার মাথাটি সম্পূর্ণ থেতলে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত রোকেয়া বেগম তিন ছেলে মিরাজ (১৯) বিল্লাল (১৬) সাইফুল (১৪) ও ২ মেয়ে সামিয়া(১২) সুমাইয়া (৯) সহ ৫ সন্তানের জননী।

 

খবর পেয়ে বুড়িচং থানার ওসি তদন্ত সাফায়েত হোসেন ও এস আই আবুল হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং ঝড়ের কবলে পরে গৃহবধূ নিহতের ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

 

 

Close