আন্তর্জাতিক

ফিলিস্তিনে মুসলমানদের উপর হা*ম*লা*র প্রতিবাদে চান্দিনায় বি’ক্ষো-ভ

ফিলিস্তিনে মুসলমানদের উপর হা*ম*লা*র প্রতিবাদে চান্দিনায় বি’ক্ষো-ভ

।। মো. আবদুল বাতেন।।

ফিলিস্তিনে মুসলমানদের উপর হা’ম-লা এবং আল-আকসা মসজিদ র-ক্ষা-র দাবিতে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে বি-ক্ষো-ভ মিছিল হয়। শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমুআ মুহিব্বিনে আহলে বাইত রেজভীয়া দরগাহ শরীফ কুমিল্লার চান্দিনাস্থ মুরিদানের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছায়কোট হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল আমিন কামিল মাদরাসার গেইটে গিয়ে আলোচনা সভা ও ফিলিস্তিনের মুস-ল-মা-নদের শান্তি কামনা করে মুনাজাত করা হয়। এতে সভাপতিত্ব করেন- রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশনের মহাসচিব মুফতী কাজী ছিদ্দিকুর রহমান নাজিরী।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মাও. এম.এ.মবিন আনোয়ারী, মো. আবদুল হক, মাও. হুমায়ুন কবির, মাও. জাফর আহমাদ আনসারী, মুফতী আহমাদ রেজা, মাওলানা শাহ আলম, ছায়কোট জামিয়া নূরীয়া নাজিরীয়া মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আবদুল হাকিম নাজিরী, শিক্ষক হুমায়ুন কবির নাজিরী, সেক্রেটারি মো. সালাহ উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. এমরান হোসেন, মো. সেলিম, মো. শরিফুল ইসলাম, মাও. আনোয়ারুল্লাহ, মাও. অলী উল্লাহ, এডভোকেট আনোয়ার হোসেন, মাওলানা ফয়সাল হোসেন, মো. ইউনুস, নজরুল ইসলাম প্রমুখ।

এদিকে একই দিন বাদ জুম’আ উপজেলা সদরের মহারং সাব রেজিস্ট্রি জামে মসজিদ, পূর্ব বাজার জামে মসজিদ এবং মোকামবড়ী শাহী জামে মসজিদসহ বিভিন্ন মসজিদের মুসল্লীদের অংশগ্রহণে অপর একটি বি-ক্ষো-ভ মি’ছি’ল হয়। এতে মহারং সাব রেজিস্ট্রি জামে মসজিদের সভাপতি মো. নজরুল ইসলাম, খাদেম দুলাল হোসেন, চান্দিনা পৌরসভার সাবেক কাউন্সিলর হাজী মো. নূরুল ইসলাম মুন্সী, পূর্ব বাজার জামে মসজিদের খতিব মাওলানা খাইরুল ইসলাম ফরাজী, মাওলানা আবুল কালাম কাসেমী সহ ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ অংশগ্রহণ করেন।

Exit mobile version