চান্দিনা

পিতা-মাতার নামে কমিউনিটি হাসপাতাল উদ্বোধন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

নিজের পিতা-মাতার নামে কমিউনিটি হাসপাতাল উদ্বোধন করলেন মহাপরিচালক

কুমিল্লার চান্দিনায় নিজের পিতা-মাতার নামে কমিউনিটি হাসপাতাল উদ্বোধন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনবুধবার (১৭ মার্চ) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তার নিজ গ্রাম চান্দিনা পানিপাড়া এলাকায় ওই পিতা মামিনুল ও মাতা নূরন্নেছা ‘নূরন্নেছা-মামিনুল’ নামে কমিউনিটি ক্লিনিকটি উদ্বোধন করা হয়।

মহাপরিচালকের সহধর্মনী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ফাতেমা রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ তানভীর হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবির, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসেন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বকসী, উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, জেলা বিএমএ সভাপতি আব্দুল্লাহ আল বাকী প্রমূখ।

Close