চান্দিনা

‘দেশে স্বাস্থ্য সেবায় অভাবনীয় উন্নয়ন ঘটেছে’ -অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি

‘দেশে স্বাস্থ্য সেবায় অভাবনীয় উন্নয়ন ঘটেছে’
-অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন- ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশে স্বাস্থ্য সেবার অভাবনীয় উন্নয়ন ঘটছে’।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক ও বিভিন্ন সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন- মাদার অব হিউমিনিটি জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সুবিধা বঞ্চিত রোগী থেকে শুরু করে জনগণের চিকিৎসার ব্যবস্থা করেছে এ সরকার। দরিদ্র মানুষ প্রাইভেট হাসপাতালে গিয়ে যেন হাজার টাকা ভিজিট দিয়ে সেবা নিতে না হয় সেজন্য সরকারি হাসপাতালে মাত্র দেড়শ টাকা ভিজিট দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে বৈকালিক স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারছে রোগীরা। প্রতিটি হাসপাতালে বিনা মূল্যে পর্যাপ্ত ওষুধ সরবরাহও করা হচ্ছে।

আগামী ২০২৪ সালের নির্বাচনে আওয়ামীলীগ সরকার গঠন করতে পারলে স্বাস্থ্য সেবায় আধুনিক প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটবে এবং দেশের স্বাস্থ্য সেবা আরও উন্নত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত ওই খ্যাতনামা চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, জেলা পরিষদ সদস্য অধ্যাপক বজলুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন খান।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সদস্য মুজিবুর রহমান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন মোসলেম, আওয়ামীলীগ নেতা আবু তাহের ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী আব্দুল মালেক, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক লিটন সরকার, গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি, জোয়াগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বাতাঘাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট সাদেকুর রহমান, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মিয়া, কেরণখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি নজরুল ইসলাম সুমন, সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর আবু কাউসার, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক কবি জালাল প্রমুখ

Close