দাউদকান্দি

দাউদকান্দির পদুয়ায় ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ

দাউদকান্দির পদুয়ায় ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ

।।দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।।

দাউদকান্দিতে প্রধানমন্ত্রী ঘোষিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে বিক্রির জন্য (ওএমএস) ১০ টাকা দরের চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ মিলেছে, উপজেলার পদুয়া ইউনিয়নের ডিলার মিজানুর রহমান এর বিরুদ্ধে। তিনি জনপ্রতি বরাদ্দের ৩০ কেজি চাউল ৩ শত টাকার পরিবর্তে ৩শত ৩০ থেকে ৩শত ৫০টাকা আদায় করছেন। ভূক্তভোগী কার্ডধারী ক্রেতারা জানান বিগত ৫ বছর জাবদ পদুয়া ইউনিয়নেমিজানুর রহমান ডিলার এ অনিয়ম চালিয়ে যাচ্ছে। এ নিয়ে উপকারভোগীদের সাথে ঝগড়া লেগেই চলে দিনভর। কার্ডধারীরা নিরুপায় হয়ে এ অনিয়ম মেনেই চাউল ক্রয় করছেন। তাদের দাবী সরকার কর্তৃক নিধারিত মূল্যের বাহিরে ডিলার কেন অতিরিক্ত টাকা আদায় করবে। এ ব্যাপারে উপকারভোগীদের অভিযোগের প্রেক্ষিতে মৌখিকভাবে ইউনিয়ন চেয়ারম্যান ডিলারকে সতর্কও করেছেন তারপরও চলচ্ছে এ অনিয়ম। উপকারভোগীরা এ ব্যাপারে ডিলার পরিবর্তনের মাধ্যমে এ অনিয়ম বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন এবং স্থানীয় এমপি মেজর জেনারেল সুবিদ আলী ভূইয়া ও উপজেলা চেয়ারম্যানকে অবহিত করলে উক্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের কর্তপক্ষকে সুপারিশ করেন। আজবদি ওই ডিলার পরিবর্তন সহ অনিয়ম প্রতিকারের কোন ব্যবস্থা গ্রহন হয়নি। উপকারভোগীরা জানায় অনতিবিলম্ভে ডিলার পরিবর্তনের মাধ্যমে এ অনিয়ম থেকে তাদের রেহাই দেয়া হোক।

এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান্নাতি ময়না অফিসে যোগাযোগ করে তাকে পাওয়া না যাওয়া কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Exit mobile version