চান্দিনা

চান্দিনায় সন্ত্রাসী তানভীরের অত্যাচারের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

চান্দিনায় সন্ত্রাসী তানভীরের অত্যাচারের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় পাইপগান, ককটেল ও দেশীয় অস্ত্র সহ পুলিশের হাতে আটক হওয়া সন্ত্রাসী তানভীর আহমেদ ভূইয়া’র অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

শুক্রবার (২২ জানুয়ারি) বাদ জুমা উপজেলার গনিপুর গ্রামে ওই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়। এসময় বক্তারা তানভীরের দীর্ঘমেয়াদী সাজা দাবি করেন। তানভীর একজন সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং এর হোতা বলে অভিযোগ করে প্রশাসনের নিকট দৃষ্টান্তমূলক সাজার আবেদন করেন এলাকাবাসী ও বিক্ষোভকারীরা।

প্রতিবাদ সভায় এলাকাবাসীর মধ্যে বক্তৃতা করেন- বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মো. মোবারক হোসেন ভূইয়া মেম্বার, মো. নজরুল ইসলাম ভূইয়া, মো. জামাল হোসেন, অবসরপ্রাপ্ত এনএসআই কর্মকর্তা মো. জারু মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, যুবলীগ নেতা মো. আমির হোসেন, মো. ইলিয়াছ হোসেন, মো. সাকিল আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রাম থেকে ২টি দেশীয় তৈরি পাইপগান, ১টি গ্যাসগান সহ তানভীর আহমেদ ভূইয়াকে আটক করে চান্দিনা থানা পুলিশ।

Close