অপরাধ

চান্দিনায় পুলিশ পরিচয়ে গৃহ ডাকাতি; চার লক্ষাধিক টাকার মালামাল লুট

চান্দিনায় পুলিশ পরিচয়ে গৃহ ডাকাতি; চার লক্ষাধিক টাকার মালামাল লুট

।। মো: আব্দুল বাতেন।।

কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামে পুলিশ পরিচয়ে গৃহ ডাকাতির ঘটনা ঘটে। সোমবার (২২ মে) দিবাগত রাত ২টায় ওই ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় গৃহকর্তার ছেলে আ. মান্নান খান মঙ্গলবার (২৩ মে) বিকেলে চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গৃহকর্তা মো. রহমত আলী জানান, গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে একদল লোক ঘরে প্রবেশ করতে চায়। আমি তাদের কাছে কারণ জানতে চাই। এরই মধ্যে তারা এক তলা বিল্ডিংয়ের বসত ঘরের কলাপসিবল গেইট এর তালা খুলে ১২-১৩ জনের মুখোশধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে। তারা প্রথমেই গৃহকর্তার হাত পা বেঁধে ফেলে। রামদা, সাবল, কাটার সহ অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতদল। এসময় তারা ঘরে রক্ষিত ৭৫ হাজার টাকা, ৫টি মোবাইল সেট, ৪ জোড়া স্বর্ণের কানের দুল, কাপড়-চোপড় সহ মালামাল লুট করে নেয়।

রহতম আলী আরও জানান, তিনি দীর্ঘ দিন প্রবাসে ছিলেন। ডাকাতরা তাদের ঘরের চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।

এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন মঙ্গলবার রাতে বলেন- ‘আমি কিছুক্ষণ আগে খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি, রাস্তায় আছি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

Close