চান্দিনা

চান্দিনায় নবাবপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনু্ষ্ঠিত

চান্দিনায় নবাবপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনু্ষ্ঠিত

||আলিফ মাহমুদ কায়সার||

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদকের বিরুদ্ধে ফুটবল” এই প্রতিপাদ্যে চান্দিনার দোল্লাই নবাবপুর  অনুষ্ঠিত হলো এক প্রীতি ফুটবল ম্যাচ। পহেলা অক্টোবর শনিবার বিকেলে দোল্লাই নবাবপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে স্বাগতিক নবাবপুর ফুটবল একাডেমি বনাম হোমনা উপজেলার জগন্নাথকান্দি ফুটবল একাদশ।

উক্ত খেলায় মাস্টার মোঃ হালিম মজুমদার এর প্রধান পৃষ্ঠপোষকতায় ও শিক্ষক  আলিফ মাহমুদ কায়সার এর  সার্বিক ব্যবস্থাপনায় অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন দোল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হালিম মজুমদার, দোল্লাই নোয়াবপুর আহসান উল‍্যাহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম, ফুটবলার আবুল বাশার কায়েস, ক্রীড়া সংগঠক জাহেদ হোসেন মজুমদার,যুবলীগনেতা আরিফুল ইসলাম,দোল্লাই নবাবপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিব রাজকুমার,নিউ লোকনাথ জুয়েলার্স এর স্বত্ত্বাধিকারী সংকর চন্দ্র সরকার,আনন্দ বস্ত্র বিতান এর স্বত্ত্বাধিকারী তারেক হোসেন তালুকদার,আনিস কম্পিউটারের স্বত্ত্বাধিকারী আনিসুুল হক আনিস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আগত বাবু আহমেদ ও  বিশিষ্ট ধারাভাষ্যকার দোল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক এর সহকারি শিক্ষক আবদুল মান্নান এর চমৎকার খেলা পরিচালনায়

১-০  গোলের ব্যবধানে হোমনা ফুটবল একাদশ জয়লাভ করে।

খেলায় মাস্টার হালিম মজুমদার  মাস্টার হালিম মজুমদার  মাস্টার হালিম মজুমদার  সবাইকে ধন্যবাদ জানিয়ে  মাদক  থেকে সর্বদা মুক্ত রাখতে এমন ক্রীড়ার আয়োজন। ভবিষ্যতে অারও  ভালো খেলা উপহার দেওয়ার আশ্বাস প্রদান করেন।এমন ক্রীড়ার   আয়োজনে   খেলোয়ারদের প্রতি   তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন করেন।

 

খেলা শেষে অতিথিরা  বিজয়ী ও  বিজেতাদের  মাঝে  চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি  তুলে দেন।

Close