শিক্ষাঙ্গন

চান্দিনায় দুটি অবৈধ ট্রাক জব্দ, মালিকদের অর্থদন্ড

চান্দিনায় দুটি অবৈধ ট্রাক জব্দ, মালিকদের অর্থদন্ড

কুমিল্লার চান্দিনায় সড়কে চলাচলে নিষিদ্ধ আইন অমান্য করে চলাতে দুই ট্রাক মালিককে চার হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

 

মঙ্গলবার(১৫ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এনও) স্নেহাশীষ দাশ এ আদালত পরিচালনা করেন।

 

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আ.রশীদের ছেলে নূরুল ইসলাম(২০),দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের আ.মালেকের ছেলে হাসান(২০)।

 

জানা যায়,চান্দিনা উপজেলা গেইট সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু,মাটি বহন করে চলাচলে সড়কের ক্ষতি সাধন করছিল দুটি ট্রাক।

 

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মঙ্গলবার দুপুরে উপজেলা গেইট সড়কে গিয়ে ঐ দুটি ট্রাক জব্দ করে নিয়ে আসেন।

 

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই ট্রাক মালিককে দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করেন। ট্রাক মালিকরা জরিমানার টাকা পরিশোধ করলে ট্রাক দুটি ছেড়ে দেওয়া হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক (ইউ.এনও) স্নেহাশীষ দাশ বলেন,স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ১০৮(৭) ধারায় সড়ক ক্ষতি সাধনের দায়ে দুই ট্রাক মালিককে জরিমানা করা হয়

Close