চান্দিনারাজনীতি

চান্দিনায় উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

চান্দিনায় উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

 

।।মো: আব্দুল বাতেন।।

 

কুমিল্লার চান্দিনায় উপজেলা আওয়ামী কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বিকেলে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

 

সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ আহবায়ক পার্থ সারথি দত্ত। উপজেলা কৃষকলীগ সভাপতি ও মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, মানব সম্পাদক বিষয়ক সম্পাদক আলফাজ উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, মো. সেলিম ভূইয়া।

 

চান্দিনা উপজেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সুমন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য মান্নান ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মহিউদ্দিন, যুবলীগ নেতা শাহজাহান, সফিকুল ইসলাম, ইয়াছিন আরাফাত, উপজেলা কৃষকলীগ সদস্য ডা. বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী শামীম হোসেন, আওয়ামী লীগ নেতা রোকন উদ্দিন ভূইয়া, কৃষকলীগ নেতা সাদেক মিলিটারি, মোস্তফা কামাল মামুন, জয়নাল আবেদনী কাউন্সিলর, কৃষ্ণ দেবনাথ, জহিরুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version