চান্দিনা

চান্দিনার জনু মেম্বারের ছেলে মোঃ আবুল বাসার ভোটের মাঠে এগিয়ে

চান্দিনার জনু মেম্বারের ছেলে মোঃ আবুল বাসার ভোটের মাঠে এগিয়ে

।।চান্দিনা প্রতিনিধি।।

চান্দিনার মাইজখারের ৭ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মোঃ আবুল বাসার যেন মরহুম জয়নাল আবেদীন জনু মেম্বার সাহেবের যোগ্য উত্তরসূরী। আগামী ১০ ডিসেম্বর মেম্বার পদের উপ-নির্বাচনে ভোট গ্রহণ।

চুড়ান্ত প্রার্থী সাত জনের নির্বাচনী প্রচারণা ব্যাপক ভাবে চালিয়ে যাচ্ছেন।
মাঠের ভোটের রাজনীতিতে মরহুম জয়নাল আবেদীন জনু মেম্বার সাহেবের সু্যোগ্য সন্তান মোঃ আবুল বাসার এগিয়ে আছেন।পাঁচ গ্রাম নিয়ে এই ওয়ার্ডের উপ-নির্বাচনটি অনুষ্ঠিত হলেও কামারখোলা গ্রামের চারজন প্রার্থীতার কারণে কামারখোলা গ্রামের কাস্টিং ভোট অনেক গুরত্ব বহন করবে।

নির্বাচনী মাঠের রাজনীতিতে কৌশলগত ধারায় মেম্বার পদপ্রার্থী মোঃ আবুল বাসার এগিয়ে। গ্রামের কাস্টিং ভোটের শতকরা ৭০ ভাগ ভোট তিনিই পাবেন তাঁর বাবার অতীত ভালো কর্মকান্ডের জন্য।

অন্য গ্রামেও তাঁর বাবার একনিষ্ঠ সমর্থক রয়েছেন যা আবুল বাসারের ভোট ব্যাংক হিসেবে কাজ করবে।তাঁর বাবার হাত ধরে সরকারি বিভিন্ন ভাতা ভোগী কার্ডধারী প্রায় ৩০০ ভোটার রয়েছেন যা জনাব মোঃ আবুল বাসার সাহেবের অন্যতম সমর্থক ফোরাম ও নির্বাচনী কার্যক্রমে ত্বরান্বিত করার ব্যাপারে ভূমিকা রাখছেন এবং জয়ের নিশ্চিত করণে ভোট ব্যাংক হিসেবে রিজার্ভ আছেন।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে কথা বলে জানা যায় যে জনু মেম্বার সাহেবের মৃত্যু জনিত কারণে যে উপ-নির্বাচনটি হচ্ছে তা যৌক্তিক কারণে হওয়ার কথা নয় মাত্র ৭৫ দিনের জন্য হলেও তাঁর সুযোগ্য সন্তান মোঃ আবুল বাসার সিলেকশন পাবার মানবিক দিক রয়েছে। সে দিকেই নজর সকলের।

তাই বলা যায় ভোটের মাঠে মোঃ আবুল বাসার যেন তাঁর বাবা মরহুম জয়নাল আবেদীন জনু মেম্বার সাহেবের প্রতিচ্ছবি।

Close