চান্দিনা

চান্দিনায় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চান্দিনায় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

।। মাসুমুর রহমান মাসুদ।।

কুমিল্লার চান্দিনায় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তম্ভ অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার( ১৮ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন চান্দিনা পৌরসভার মেয়র মো শওকত হোসেন ভূঁইয়া, সহকারী কমিশনার ( ভূমি) উম্মে হাবিবা মজুমদার, গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল করিম দর্জি, কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন ভূঁইয়া।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার নুরজাহান আক্তার এর সন্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাউছারুজ্জামান, ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিছ আক্তার, কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. কামরুল কবির, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল হক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. জান্নাতুল বারী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান প্রমুখ। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল মহোদয় বিভিন্ন ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা থেকে শুরু হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলায় এসে শেষ হয়।

এ সময় চান্দিনা উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক গন উপস্থিত ছিলেন।

Close