শিক্ষাঙ্গন

চলছে সড়কে মৃত্যুর মিছিল। সাগর হোসেন সবুজ…..!!

চলছে সড়কে মৃত্যুর মিছিল।

সাগর হোসেন সবুজ…..!!

===================

নিরাপদ সড়ক বলতে কি আমরা

জ্রেবা কর্সিন এবং ফুট ওভার ব্রীজ কে বুঝি।

সত্যি বুঝি তো…?

আমার কিন্তু’’ তা সত্যি মনে হয় না।

কারন’’ আমরা জ্রেবা কর্সিন এবং ফুট ওভার ব্রীজ  চিনি,কিন্তু—-,,

ব্যাবহার টা জানিনা,জানলেও মানিনা।

আমরা সকলে অবগত আছি….,,

বাংলাদেশের আলোচিত সড়ক দুর্ঘটনার

অন্যতম‘‘– তারেক মাসুদ ও মিশুক মুনিরের দুর্ঘটনা।

বাংলাদেশ হারিয়েছিল দুইজন রত্ন।

এই রকম উদাহরণ দিয়ে শেষ করা যাবে না

কারণ, চলছে সড়কে মৃত্যুর মিছিল।

বেঁচে থাকার জন্য মানুষের মৌলিক চাহিদা পূরণের

পাশাপাশি নিরাপদ সড়ক অত্যন্ত জরুরী।

কারণ, মানুষ কাজের সন্ধানে প্রতিনিয়ত ছুটে চলেছে …!

আর এই ছুটে চলার পথে ঘটছে প্রতিনিয়ত সড়ক দূরঘটনা।

তাই বলে কি  সব দোষ সরকার ও পুলিশ প্রশাসনের…?

না,আমরাই নিয়ম মেনে চলি না,

৪০ সিট এর বাসে উঠে বসে থাকি ৬০/৭০ জন,

যেন গরু পরিবহনের ট্রাক,

আমাদের দেশে ফুট ওবার ব্রিজ থাকলে ও

সে গুলো আমরা কি ব্যবহার করি ?

আমি একজন দেশের সাধারন নাগরিক হিসাবে

সকলের দৃষ্টি আকর্ষন করছি,

আপনারা… জ্রেবা কর্সিন এবং ফুট ওভার ব্রীজ ব্যবহার করুন।

 

 

Close