কুমিল্লা সদরকুমিল্লা সদর দক্ষিণচান্দিনাচৌদ্দগ্রামতিতাসদাউদকান্দিদেবিদ্বাররাজনীতি

কুমিল্লার ১১টি সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্ত

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার ১১টি সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থীর হাতে নৌকা প্রতীক প্রদান করা হয়েছে।
সকল প্রার্থীই ২৮ নভেম্বর তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মহাজোটের জাতীয় পার্টিকে দুটি আসন ছেড়ে দিয়ে নয় আসনে তাদের প্রার্থী ঘোষণা হলেও জাপার তালিকায় এ দুটি আসনে নাম নেই।জানা গেছে, মহাজোটের সঙ্গে সর্বশেষ আসন সমঝোতায় আসন দুটি জাপাকে দেওয়া হয়েছে।সর্বশেষ ঘোষিত কুমিল্লার নয়টি আসনে আওয়ামী লীগের চূড়ান্ত দলীয় প্রার্থীরা হলেন-কুমিল্লা-১ আসনে সুবিদ আলী ভূঁইয়া। কুমিল্লা-৩ আসনে ইউসুফ আবদুল্লাহ হারুন। কুমিল্লা -৪আসনে রাজী মোহাম্মদ ফখরুল ইসলাম মুন্সি। কুমিল্লা-৫ আসনে আব্দুল মতিন খসরু। কুমিল্লা -৬ আসনে আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা-৭ আসনে আলী আশরাফ। কুমিল্লা-৯আসনে তাজুল ইসলাম। কুমিল্লা-১০ আসনে আ হ ম মুস্তফা কামাল ও কুমিল্লা-১১ আসনে মুজিবুল হক।অপর দুটি আসন হলো কুমিল্লা-৮ এবং কুমিল্লা-২। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে এ দুটি আসনে এমপি হন জাতীয় পার্টি থেকে যথাক্রমে অধ্যাপক নুরুল ইসলাম মিলন ও আমির হোসেন ভুইয়া।আওয়ামী লীগ এবার প্রাথমিক ভাবে কুমিল্লা-৮ বরুড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক নাসিমুল আলম চৌধুরী নজরুল আর কুমিল্লা-২ আসনে উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিমা রহমান মেরী নাম দেয়। তবে চূড়ান্ত তালিকায় তাদের বাদ দিয়ে জাপাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।এ প্রসঙ্গে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন বলেন, এটি কেন্দ্রীয় আওয়ামী লীগের বিষয়। এ বিষয়ে কথা বলা সঠিক হবে না।

Exit mobile version