চান্দিনা

এই দায় কার ! চান্দিনার বেশির ভাগ গ্রামেই চার দিন ধরে বিদ্যুৎ নেই

এই দায় কার !

চান্দিনার বেশির ভাগ গ্রামেই চার দিন ধরে বিদ্যুৎ নেই

 

মো. আবদুল বাতেন।।

চান্দিনা উপজেলার বেশির ভাগ গ্রামেই ৩১ মার্চ সন্ধ্যার পর থেকে আজ বুধবার (৩ এপ্রিল) পর্যন্ত বিদ্যুৎ নেই। সময়ের বিবর্তণে বিদ্যুৎ ছাড়া এখন জনজীবন প্রায় অচল। চার দিনেও বিদ্যুৎ লাইন সচল করতে পারে নি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্তৃপক্ষ। এই দায় কার!

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধেই রয়েছে গ্রাহকদের অনেক অভিযোগ। একটি মাত্র মোবাইল নাম্বারে প্রতিদিন হাজার হাজার গ্রাহকের ফোন। কিছু রিসিভ হয় আর অন্য সবাই অয়েটিংয়েই থাকে। বিরক্ত হয়ে অনেকেই নিজেদের অভিযোগ পর্যন্ত লেখাতে পারেন না।

উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও বিদ্যুৎ পায় নি উপজেলার নাওতলা পশ্চিম পারা, সোনাপুর পূর্ব পাড়া এলাকার জনসাধারণ। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (ইঞ্জিনিয়ার) এর সাথেও কথা বলে নিষ্ফল হয়েছেন বলে জানিয়েছেন।

সীমাহীন দুর্ভোগে রয়েছে মানুষ। অনেকেরই ফ্রিজে রক্ষিত মাছ, মাংসে পচন ধরেছে। এই দুর্ভেগের শেষ কোথায় ?

Close