চান্দিনা

আমি বিনয়ের সাথে সংশ্লিষ্ট তদন্ত অফিসার মহোদয়ের কাছে আকুল আবেদন আমাকে বাঁচান, জামাল হোসেন।

আমি বিনয়ের সাথে সংশ্লিষ্ট তদন্ত অফিসার মহোদয়ের কাছে আকুল আবেদন আমাকে বাঁচান, জামাল হোসেন।

নিউজ ডেক্সঃ জোয়াগ প্রতিনিধি।

চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের ওরাইন বাজারের অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিহিংসা রুপে বাস্তবায়ন করতে অপশক্তি চক্ররা চক্রান্ত করছে, এলাকাবাসীর দাবী ওরাইন বাজারের অগ্নিকাণ্ডের ঘঠনা স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার জোড়ালো দাবী জানান,এবং এলাকাবাসী সহ স্থানীয় প্রতিনিধিদের সাথে কথা বলে যানা যায়, ওরাইন বাজারের অগ্নিকাণ্ড কে নিয়ে যে মামলা হয়েছে তা যদি প্রতিহিংসার শিকার হন তাহলে মামলার বাদীর দৃষ্টান্ত মূলক শাস্তি চান কারণ জোয়াগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য,অতান্ত্য বিনয়ী আচরণের অধিকারী,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সৎ নিষ্ঠাবান, একজন হত দরিদ্র মানুষ,যিনি দিনমুজর কাজ তার জীবিকা নির্বাহ করে,অত্যান্ত সহজ সরল স্বভাবের মানুষ,মিথ্যা বানোয়াট হয়রানি প্রতিহিংসা পরায়নে ভূক্তোভোগী মোঃ জামাল হোসেন।

ভূক্তোভোগী জামাল হোসেন বলেন,দীর্ঘদিন ধরে আমাদের সাথে মামলার বাদী আবদুল জলিলের সাথে জায়গা নিয়ে ঝামেলা থাকায় এই সুযোগে আমার বিরুদ্ধে মামলা করেছে আমি বিনয়ের সাথে সংশ্লিষ্ট তদন্ত অফিসার মহোদয়ের কাছে আকুল আবেদন আমাকে বাঁচান,আমি একজন গরীব মানুষ আমার টাকা পয়সা নেই, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো তদন্ত করে আমাকে মিথ্যা বানোয়াট বিভ্রান্তকর মামলা থেকে অব্যাহতি দেন, আল্লাহ ছাড়া আমার কেহ নেই,

বর্তমানে মামলার তদন্ত পিবিআই করছে অতি দ্রুত ওরাইন বাজারের অগ্নিকাণ্ডের প্রকৃত ঘঠনা জানা যাবে।

Close