চান্দিনাজাতীয়

আইসিইউ’তে অধ্যাপক আলী আশরাফ এমপি: চিকিৎসার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আইসিইউ’তে অধ্যাপক আলী আশরাফ এমপি: চিকিৎসার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী;পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা

সামান্য অপারেশন এর জন্য হাসপাতালে ভর্তি হয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ।

সকলের দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রবীণ ওই রাজনৈতিক নেতার একমাত্র তনয় এফবিসিসিআই পরিচালক ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু।

চান্দিনা থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য সরকারি প্রতিশ্রতি বাস্তবায়ন সম্পর্কিত কমিটির সভাপতি অধ্যাপক আলী আশরাফ বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে তিনি পেটে ব্যথা অনুভব হওয়ার পর চিকিৎসকের পরামর্শে পিত্তথলীর পাথর অপারেশনের জন্য ২ জুলাই ওই হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষায় তাঁর ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপ ও ফুসফুসে ক্ষতসহ নানা উপসর্গ দেখা দেয়। গত ৯ জুলাই নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত আইসিইউ’তে স্থানান্তর করা হয় ৭৩ বছর বয়সী প্রবীণ ওই রাজনৈতিক নেতাকে।

অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র ব্যক্তিগত সহকারী ও চান্দিনার মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জানান- নেতা এখন আইসিইউ’তে আছেন। বিভিন্ন সমস্যায় আক্রান্ত। তবে করোনা ভাইরাস পরীক্ষায় নেগেটিভ।
তিনি আরও জানান, মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ মঙ্গলবার সন্ধ্যা ৭:৪৩ মিনিটে উনার প্রেস সচিবের মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র মাধ্যমে একই দিন রাত ৮:০৮ মিনিটে চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন।
এদিকে বুধবার (১৪ জুলাই) আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ফোন করে অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি’র শারিরীক অবস্থান খবর নেন। জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এবং দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বুধবার দুপুরে স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি’কে দেখতে যান।

এছাড়া আওয়ামীলীগের কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তার খোঁজ খবর নিয়েছন। এর আগে মঙ্গলবার সকালে তাঁকে দেখতে হাসপাতালে যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। নেতার সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া চাওয়া হয়েছে।

এদিকে, চান্দিনা থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র রোগমুক্তি কামনায় আওয়ামীলীগ থেকে শুরু করে অঙ্গ-সহযোগী সংগঠন ও সামাজিক সংগঠন প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে দোয়া-মোনাজাত করছেন।

Close