আন্তর্জাতিকজাতীয়

গুগল-ফেসবুককে প্রায় ৯ হাজার কোটি টাকা দিয়েছে তিন ফোন কোম্পানি

গত পাঁচ বছরে অনলাইনে বিজ্ঞাপন বাবদ আট হাজার ৭’শ কোটি টাকার বেশি খরচ করেছে বাংলাদেশের তিনটি বেসরকারি মোবাইল ফোন কোম্পানি গ্রামীনফোন, রবি ও বাংলালিংক। বাংলাদেশ থেকে এই অর্থ পেয়েছে গুগল, ফেসবুক, ইউটিউব, ইমো, হোয়াটস অ্যাপসহ বিভিন্ন সামাজিক গণমাধ্যম।নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি কর্তৃক হাইকোর্টে জমা দেয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, অনলাইনে বিজ্ঞাপন বাবদ গত পাঁচ বছরে গ্রামীণ ফোন খরচ করেছে ৪৩ কোটি ৩১ লাখ ২৫ হাজার ৬২৯ ডলার, রবি খরচ করেছে ৩২ কোটি ১৩ লাখ ৩৮ হাজার ডলার এবং বাংলালিংক খরচ করেছে ২৮ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার ৯৬৭ ডলার।

মোট ১০৪ কোটি ৯ লাখ ডলারের সমপরিমাণ প্রায় ৮ হাজার ৭৪৪ কোটি ১৯ লাখ ৫ হাজার ৭৩ টাকা কোম্পানি তিনটি কিভাবে কোন ব্যাংকের মাধ্যমে এই অর্থ পরিশোধ করেছে সবিস্তারে আদালতকে জানিয়েছে বিটিআরসি।

Close