জাতীয়

চান্দিনা বাড়েরা উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামীলীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

চান্দিনা বাড়েরা উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামীলীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

কাউসার আহমেদ( চান্দিনা প্রতিনিধি)
চান্দিনার বাড়েরায় আওয়ামীলীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। শনিবার (২২ ডিসেম্বর) বিকালে বাড়েরা উচ্চ বিদ্যালয় মাঠে বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ। প্রধান অতিথি বলেন- ‘দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। এবারের আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহার বেকারত্ব দূরীকরণের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা রয়েছে। জনসংখ্যাকে জন শক্তিতে রূপান্তরে আওয়ামীলীগ কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন- ‘আওয়ামীলীগ সরকারের দুই মেয়াদে চান্দিনার রাস্তা-ঘাট, পুল-কার্লবাট, স্কুল, কলেজ-মাদ্রাসা, মসজিদ-মন্দির, জন স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উন্নত দেশের কাতারে। সমৃদ্ধ দেশ গড়তে হলে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

সভায় বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রৌশন আলী প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মুনতাকিম আশরাফ টিটু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চান্দিনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম।
জেলা ছাত্রলীগের সাবেক নেতা এ্যাডভোকেট এনামুল হাসান রিপন এর সঞ্চালনায় অন্যদের মধ্য বক্তৃতা করেন- জেলা আওয়ামীলীগ নেতা সাংবাদিক মো. শাহজাহান, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বাসুদেব ঘোষ, আওয়ামীলীগ নেতা সাংবাদিক হাবিবুর রহমান, নেতা হারুনুর রশিদ, দুবাই আওয়ামীলীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সেলিম ভুইয়া, ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম, আওয়ামীলীগ নেতা মো. হুমায়ুন কবির, স্থানীয়ভাবে ঘোষিত উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. নজরুল ইসলাম সুমন, কাজী ইয়াছিন আহমেদ অভি, উপজেলা তাঁতীলীগ সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল হক, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবদুল মালেক, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, আওয়ামীলীগ নেতা বারী ভূইয়া মাস্টার, আওয়ামীলীগ নেতা মো. মনির হোসেন প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জিএম খাদেমুল বাশার মোমেন প্রমুখ।

Close