চান্দিনা

শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গা পূজা উদ্যাপন করতে হবে- ডা. প্রাণ গোপাল দত্ত এমপি

শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গা পূজা উদ্যাপন করতে হবে- ডা. প্রাণ গোপাল দত্ত এমপি

।। মো. আবদুল বাতেন ।।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে সবাইকে আহবান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এম.পি। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার চান্দিনায় প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বুধবার (৬ অক্টোবর) সকালে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী (অফিসার ইউএনও) আশরাফুন নাহার এর সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

স্বাধীনতা পদক প্রাপ্ত বরেণ্য ওই চিকিৎসক আরো বলেন- যারা শান্তি শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিবে। তিনি এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে পূজা উদ্যাপন করতে সবার প্রতি অনুরোধ জানান।

সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন – চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবদুল মালেক, চান্দিনা থানা অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ সেলিম প্রধান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version