অপরাধচান্দিনা

জোয়াগে অবৈধভাবে পকুরে সেচের কারণে সড়ক এবং বসতঘর পুকুরে বিলীন।

দ্রুত আইনের আওতায় আনা হউক।

জোয়াগে অবৈধভাবে পকুরে সেচের কারণে সড়ক এবং বসতঘর পুকুরে বিলীন। দ্রুত আইনের আওতায় আনা হউক।      

নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি, 

কুমিল্লা চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চৌধুরী বাড়ী থেকে জোয়াগ উত্তর জোয়াগ বাজারে যাওয়ার রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত এই জনবহুল রাস্তাটির পাশে মমিন কবিরাজের ঘর সহ তার নাতি  ইমরানের বসতঘর সহ আর ও অনেক মানুষের বসতঘর (ইতিমধ্যে বসতঘর পুকুরে বিলীন হয়ে গেছে) উক্ত সড়কের পাশেই পুকুর আছে যা নাকি মোঃ আমির হোসেন পিতা মৃত গনি মিয়ার কাছে পকুরের অংশীদাররা বরঘা দেয়,নিয়মনীতির তোয়াক্কা না করে পুকুরে মাছ চাষ করে কয়েকদিন পরপর কারণে অকারণে জোড় পূর্বকভাবে আমির হোসেন পুকুরের অবৈধ ভাবে পানি সেচের কারণে আজ হাজার হাজার মানুষের যাতায়াত করা সড়কটি বিলীন হয়ে যাওয়ার পথে

আগে এই সড়ক দিয়ে সিএনজি অটোরিকশা যাতায়াত করত এখন মানুষ চলাচল  করতে হিমশিম খাচ্ছে স্থানীয় জনগণ, আমির হোসেন অবৈধভাবে  জোড় পূর্বক পানি চেসের কারণে অনেকের বসতঘর পুকুরে বিলীন হয়ে যাওয়ার অবস্থা তাই দৃষ্টি আকর্ষণ করছি চান্দিনা গণমানুষের নেতা চান্দিনা উন্নয়নের কারিগর সাবেক ডেফুটি স্পিকার জনাব আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয় ও চান্দিনা উপজেলা  নিবাহী অফিসার মহোদয় ও চান্দিনা থানা অফিসার ইনচার্জ মহোদয় সহ স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার সমাজপতিদের অনতিবিলম্বে আমির হোসেন কে আইনের আওতায় আনা হউক এবং ভুক্তভোগীদের ন্যায্য বিচার ও ক্ষতিপূরন আদায় করা হউক এবং অতি দ্রুত হাজার হাজার পথচারীদের সড়কটি দ্রুত সংস্কার করে যাতায়াতের সুব্যাবস্থা করা হউক।

স্থানীয় জনগণের সাথে কথা বলে জানা যায় শুধুমাত্র আমির হোসেনের কারণে এই সড়কটি এমন অবস্থা এখন দেখছি অনেকের বসতঘর পুকুরে বিলীন হয়ে যাওয়ার পথে,জনগণের একটাই দাবি দ্রুত  এমন নেক্কারজনক কর্মকাণ্ডের বিচার ও ক্ষতিপূরন সহ সড়কটি যাতায়াতের ব্যাবস্থা করার।

Close