WorkOnJob Student Reward Apps Best Student Reward Apps 2023
কুমিল্লা সদর দক্ষিণ

লকডাউন বাস্তবায়নে কুমিল্লার লাকসামে পুলিশের মহড়া

Student Job Reward Apps 2024 Student Job Reward Apps 2024

লকডাউন বাস্তবায়নে কুমিল্লার লাকসামে পুলিশের মহড়া

মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কুমিল্লার লাকসামে চলমান লকডাউন বাস্তবায়ন করতে মোটরসাইকেল ও পুলিশ ভ্যান নিয়ে মহড়া চালিয়েছে পুলিশ। শনিবার দিনব্যাপী লাকসাম পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় এ মহড়া চলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোঃ মুহিতুল ইসলামের নেতৃত্বে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়াসহ থানার সকল উপপরিদর্শক (এস.আই), সহকারী উপপরিদর্শক (এ.এস.আই) ও পুলিশ কনস্টেবলগণ এ মহড়ায় উপস্থিত ছিলেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোঃ মুহিতুল ইসলাম বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন বাস্তবায়ন করতে সারা দেশের ন্যায় আমরা লাকসাম পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ মহড়া চালিয়েছি। সরকারি বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

বেকার বসে না থেকে কাজ করুন, মাত্র ৫০ টাকা হলে মোবাইল রিচার্জ, ২০০ টাকা হলে বিকাশ পেমেন্ট। Student Job Reward Apps 2024
Close
Close