চান্দিনা

চান্দিনা পৌরসভায় অত্যাধুনিক মেশিনে মশক নিধন কার্যক্রম শুরু

চান্দিনা পৌরসভায় অত্যাধুনিক মেশিনে মশক নিধন কার্যক্রম শুরু

কুমিল্লার চান্দিনা পৌরসভায় অত্যাধুনিক ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়।

 

রোববার (১৩ অক্টোবর) সকালে চান্দিনা উপজেলা পরিষদ চত্বরে পৌরসভার নতুন ক্রয়কৃত তিনটি মেশিন দিয়ে ওই মশক নিধন কার্যক্রম উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  (পিঅাইও) মোহাম্মদ  মাজহারুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকতা  নাছিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক হেদায়েত উল্লাহ্, চান্দিনা পৌর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এনায়েত উল্লাহ্ ভূইয়া, চান্দিনা পৌরসভার সচিব মো. ইউসুফ আলী, বাড়েরা ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম, চান্দিনা থানার এস.আই মো. সেকান্দর মোল্লা প্রমুখ।

Close