তথ্য প্রযুক্তিফিচার

চান্দিনার চিলোড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

চান্দিনার চিলোড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

 

 

কুমিল্লার চান্দিনা উপজেলার চিলোড়া পুর্ব অম্বরপুর কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

রবিবার (৮ সেপ্টেম্বরে) বিকালে এ আর মালিক সিডস প্রা. লি. এর আয়োজনে ওই সমাবেশ হয়। এতে মো. সেলিম মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- এ আর মালিক সিডস প্রা. লি. এর চিফ অব কর্পোরেট পলিসি মো. গোলাম আজম ফারুক। বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. আফরিনা আক্তার, এ আর মালিক সিডস এর হেড অফ সেলস এন্ড মার্কেটিং মোশাররফ হোসেন ভুইয়া, এ আর মালিক সিডস এর ডিলার মেসার্স সবুজ বীজ ভান্ডার এর স্বতাধিকারী সার্জেন্ট (অবঃ) হাজী আবদুল মবিন।

 

এই অঞ্চলে  ব্যাপক টমেটো চাষ হওয়ায় সমাবেশে তারা বিশ্ববিখ্যাত সাকাতা কোঃ জাপান কর্তৃক উৎপাদিত ও এ আর মালিক সিডস কর্তৃক বাজারজাতকৃত বাহুবলী নামক উন্নতজাতের টমেটো বীজ সম্পর্কে অবহিত করেন। বক্তারা বলেন এ আর মালিক সিডস বাংলাদেশে বিগত ৫০ বছর ধরে কাজ করে আসছে যার কারনে কৃষকেরা সবজি আবাদ করে লাভবান হচ্ছে।

 

সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মো. আবু সাইদ, নুরে আলম সিদ্দিকী, মো. আলাউদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. মোবারক হোসেন, মো. মোস্তফা কামাল, মো. এরশাদ, বিকাশ প্রমুখ।

 

 

 

 

Close