দেবিদ্বার

মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে চিকিৎসাসহ যাবতীয় দায়িত্ব নিলেন ওসি আরিফুর রহমান

কুমিল্লার দেবিদ্বারে অজ্ঞাত নবজাতক শিশু উদ্ধার
মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে চিকিৎসাসহ যাবতীয় দায়িত্ব নিলেন ওসি আরিফুর রহমান

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৬নং মোহপুর ইউনিয়ন এর ১নং ওয়ার্ড ভৈষেরকোট ভূঁইয়া বাড়ির পাশে নির্জন সবজি জমি থেকে সিঙ্গাপুর প্রবাসী তাজুল ইসলাম এর স্ত্রী অজ্ঞাত এক ছেলে শিশুকে দেখতে পেয়ে দেবিদ্বার থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিক দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে স্থানীয় তুহিন মেম্বারের সহায়তায় পোকামাকড়ে কামড় দেওয়া অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে উক্ত শিশুকে চিকিৎসার জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। অফিসার ইনচার্জ শিশুটিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ক্যাবিন এর ব্যবস্থা করে শিশুটির চিকিৎসা শুরু করে এবং চিকিৎসা খরচ এর দায়ভার গ্রহণ করেন। পরে নবজাতক শিশুটির জন্য প্রয়োজনীয় ফিডার, ডায়পার, ওয়েট টিস্যু, দুধ সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।
অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, শিশুটি অনেকটা সময় পরিত্যক্ত সবজি জমিতে পড়ে থাকার ফলে শিশুটিকে পোকামাকড় কামড়িয়ে জখম করে ফেলে। স্থানীয় তুহিন মেম্বারসহ THO ডা: কবির সাহেবের সহায়তায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে সক্ষম হয়েছি। শিশুটির আসল পরিচয় খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। শিশুটির বৈধ অভিভাবকের সন্ধান পেলে দেবিদ্বার থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।
ডিউটি অফিসার, দেবিদ্বার থানা
কুমিল্লা- ০১৩২০-১১৪০৫৩

Exit mobile version