চান্দিনা

চান্দিনা উপজেলা পর্যায়ে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চান্দিনা উপজেলা পর্যায়ে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রিপন আহমেদ ভূইয়া।

কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রণালয় আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্য নিরাপত্তা ১ দিনব্যাপী শীর্ষক সেমিনার -২০২১ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২০ জানুয়ারি সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিববর্ষে কোভিড- ১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে চান্দিনা উপজেলা পযার্য়ে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) বিভীষণ কান্তি দাশ সভাপতিত্বে সেমিনার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম, চান্দিনা পৌরসভা মেয়র মো. মফিজুল ইসলাম,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান, চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ।

সেমিনার বক্তব্য রাখেন কুমিল্লা নিরাপদ খাদ্য অফিসার আরিফুল হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিধ মোছা.আফরিণা আক্তার, চান্দিনার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো. এমদাদুল হক।

সেমিনারে উপস্থিত ছিলেন চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মো. মামুন পারভেজ, বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবুল হাসেম, বাতাঘাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোরশেদ আলম, উপজেলা পরিবার পরিকল্পনার কমকর্তা মো. আবু কাউছার, উপজেলা সমাজসেবা কমকর্তা নাছিমা আক্তার , উপজেলা ভেটেরিনারি সাজন ডা. সবুজ মনোহর শমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা,উপজেলা সেনেটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক নীল নাড়া ইয়াছমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমকর্তা মো. আনোয়ার হোসেন, আমার বাড়ী আমার খামার প্রকপ্লের শাখা ব্যবস্হাপক মো. আনোয়ারুল আজিম, সহকারি প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মো. তানভীরুল ইসলাম, উপজেলা সহকারী খাদ্য গুদাম কমকর্তা সুমন কুমার সাহা, উপজেলা আনসার ও ভিডিপি কমকর্তা(ভারপ্রাপ্ত) আয়েশা বেগম, সাংবাদিক, বিভিন্ন হোটেল রেস্তোরাঁর মালিক সহ সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রতিনিধি।

Close