খেলাধুলা

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে ব্রাজিল। নেইমারের হ্যাটট্রিকে

কষ্ট করে যেসব ব্রাজিল সমর্থক ভোরবেলায় উঠে খেলা দেখতে বসেছিলেন, তাঁদের হতাশ করেননি নেইমার। পিএসজি তারকার আরেকটা অসাধারণ পারফরম্যান্সে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে ব্রাজিল। নেইমারের হ্যাটট্রিকের রাতে সেলেসাওরা জিতেছে ৪-২ গোলে।

তিন গোল করার পাশাপাশি এক দুর্দান্ত রেকর্ডেও নিজের নাম লিখেছেন নেইমার। ব্রাজিলের জার্সি গায়ে এত দিন পেলের পর সবচেয়ে বেশি গোল ছিল কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোর। হ্যাটট্রিক করে এখন দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নেইমার। হলুদ জার্সিতে এখন নেইমারের গোল ৬৪, রোনালদোর চেয়ে দুটি বেশি। ওদিকে পেলে ৭৭ গোল নিয়ে যথারীতি শীর্ষে। তবে নেইমার যে গতিতে এগোচ্ছেন, পেলে কত দিন শীর্ষে থাকেন, সেটাও দেখার বিষয়!

Exit mobile version