জাতীয়ফিচার

আলী আশরাফ এমপি মহদ্বয় কে নিয়ে অসাধারণ কবিতা লিখেছেন এনামুল হক।

আলী আশরাফ এমপি মহদ্বয় কে নিয়ে অসাধারণ কবিতা লিখেছেন এনামুল হক। 

 

চান্দিনার মহান বীরপুরুষ এমপি আশরাফ ভাই.

 চান্দিনা যেন আজ মডেল টাউন যেদিকে তাকাই।

 

 শিক্ষা-দীক্ষায় শ্রেষ্ঠ তিনি হয়েছেন ডেপুটি স্পিকার.

 চান্দিনার সকল উন্নয়ন তাহার হাতের ছোঁয়ার।

 

 মুক্তিযুদ্ধে গিয়েছেন তিনি জীবন রেখে বাজি.

 দেশের তরে বিলিয়ে দিতে প্রাণ এখনো তিনি রাজি।

 

 বক্তৃতা তার অনেক মধুর বলেন নীতি কথা.

 দেশকে অধিক ভালবাসেন যেন নিজের আপন মাতা।

 

 62 সাল থেকে তিনি করছেন রাজনীতি.

 বাংলার বুকে কেউ খুঁজে পায়নি তাহার একটি টাকার দুর্নীতি।

 

 চরিত্র তার পবিত্র যেন গোলাপ ফুলের মতো.

 হৃদয় তাহার বিশাল আকাশ মন যে ভালো কত।

 

 জাতির পিতার আদর্শ তাহার দেন জ্বালাময়ী সেই ভাষন.

 চান্দিনার মাটিতে তিনি প্রতিষ্ঠা করেছেন আইনের সুশাসন।

 

 নেতাকর্মীদের ভাবেন আপন যেন নিজের ভাই.

 তাহার মত মহান নেতা চান্দিনা তে আর নাই।

 

 ন্যায়ের পথে অটল তিনি প্রশ্রয় না হিদেন অন্যায়ের.

 জীবন দিয়ে চেষ্টা করেন সেবা করতে জনগণের।

 

 বিদ্যুতায়ন রাস্তা কালভার্ট স্কুল ভবন তাহার হাতে গড়া.

 চান্দিনায় কভু হয়নি উন্নয়ন আশরাফ ভাই কে ছাড়া।

 

 গরীব ছাত্রদের করেন সাহায্য দেন বই খাতা.

 কোথায় গেলে পাবে আর এমন মহান নেতা।

 

 শিক্ষা ক্ষেত্রে রয়েছে তার দুরন্ত অগ্রগতি.

 তিনি পারেন রক্ষা করতে সকল প্রতিশ্রুতি।

 

 তিল কে তিনি তাল করেন না যদিও পান কম.

 চান্দিনা তে উন্নয়ন করেন দিয়ে গায়ের শ্রম।

 

 তাইতো বলি তোমাদের থেকো না আর দুরে.

 পাবেনা এমন মহান নেতা হাজারো লোকের ভিড়ে।

 

 দেশের জন্য জীবন দিয়ে যিনি করছেন এত লড়াই.

 ঝরবে মোদের চোখের জল তাকে যদি কভু হারাই।

 

 আজকে মোরা করব শপথ নতুন দিনের তরে.

 ছিন্ন হবো না আর আমরা কভু কালবৈশাখীর ঝড়ে।

 

 চান্দিনায় আর আসেনি কভু এমন মহান নেতা.

 খুলে দেখি যদি অতীতকালের ইতিহাসের পাতা।

 

 লেখকঃ মোঃ এনামুল হক।

 

    

Close