চান্দিনা

চান্দিনায় লাইফ কেয়ার সেন্টার এর কার্যক্রম শুরু

চান্দিনায় লাইফ কেয়ার সেন্টার এর কার্যক্রম শুরু

 

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

চান্দিনা উপজেলা সদরে সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় সেবামূলক প্রতিষ্ঠান লাইফ কেয়ার সেন্টার এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শুক্রবার (৩০ আগস্ট) সকালে আলোচনা সভা, মিলাদ, মাহফিল ও দোয়ানুষ্ঠানের মধ্য দিয়ে এই ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারটি সেবা কার্যক্রম চালু করে। এখানে স্বল্প মূল্যে সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ। 

আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী। বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা থানার অফিাসার ইন-চার্জ মো. আবুল ফয়সল, পিবিআই ইন্সপেক্টর মো. শাহ্ আলম সরকার। 

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. সাঈদুজ্জামান রাসেল এর সভাপতিত্বে এবং পৌর কাউন্সিলর মো. শাহজাহান সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- পৌর কাউন্সিলর মো. সুরুজ ভূইয়া, চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মো. এনায়েত উল্লাহ্ ভূইয়া, ডা. মো. মনিরুজ্জামান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম, চান্দিনা পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রহিম, পৌর কাউন্সিলর মো. তাজুল ইসলাম, ডা. মো. গিয়াস উদ্দিন, অব. ভূমি কর্মকর্তা আমির হোসেন, চান্দিনা বাজার ইজারাদার মো. আলী হোসেন প্রমুখ।

Close