কুমিল্লা সদর

বরুড়া থানায় নবীপুর গ্রামের কবির হোসেনকে তিনদিন অাটকে রাখার অভিযোগ

বরুড়া থানায় নবীপুর গ্রামের কবির হোসেনকে তিনদিন অাটকে রাখার অভিযোগ

 

এমডি আজিজুর রহমানঃ বরুড়ার নবীপুর গ্রামের কবির হোসেন নামের এক ব্যাক্তিকে বরুড়া থানার এসঅাই চন্দন গত শনিবার দুপুরে অাটক করে থানায় নিয়ে যায়। প্রচলিত অাইনে এজহারভূক্ত অাসামীকে ২৪ ঘন্টার মধ্যে জেল হাজতে প্রেরন না করে গত তিনদিন যাবৎ থানায় অাটকে রাখা হয়েছে।

 

জানা গেছে, বরুড়ার খোশবাস (উঃ) ইউনিয়নের নবীপুর গ্রামের মোঃ কবির হোসেনের ছেলে ফয়েজ অাহমেদ (২৪) রামমোহন গ্রামের এক হিন্দু কামারের মেয়ে রিমির সাথে প্রেমের সুবাধে পালিয়ে বিয়ে করে। মেয়েটি ধর্ম ত্যাগ করে মুসলি হওয়ায় তার বর্তমানে নাম ফাতেমা বলে জানা গেছে।

 

এ ঘটনায় মেয়ের বাবা বরুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এসঅাই চন্দন ছেলে ও মেয়েকে থানায় হাজির করতে কবির হোসেন কে গত শনিবার দুপুরে তার নিজ বাড়ী থেকে অাটক করে থানায় নিয়ে যায়। অাজ মঙ্গলবার কবির হোসেন এখনো বরুড়া থানা হেফাজতে রয়েছেন।

 

এ বিষয়ে এসঅাই চন্দন জানান, সে বরুড়া থানা অফিসার ইনচার্জ এর নির্দেশে বিষয়টি মিমাংশার জন্য কবিরকে থানায় অানা হয়। অাটকের বিষয়টি বরুড়া থানা অফিসার ইনচার্জ অবগত অাছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেন।

সূূত্র বরুড়ার কথা

Exit mobile version