কুমিল্লা সদর দক্ষিণ

বরুড়ায় পুলিশের অভিযানে বিপুল পরিমানে বিদেশী মদ উদ্ধার

বরুড়ায় পুলিশের অভিযানে বিপুল পরিমানে বিদেশী মদ উদ্ধার

সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বসত ঘর থেকে ৩৫ বোতল বিদেশী মদ (হুইস্কি) উদ্ধার করেন।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে বরুড়া পৌর এলাকার পাঠানপাড়া (ভূইয়া বাড়ি) পূর্ব পাড়া মৃত নুরুল আমিন ভূইয়ার ছেলে জুনায়েদ ভূইয়ার (৪০) ঘর থেকে ৩৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে বরুড়া থানা পুলিশ।তবে তাৎক্ষনিক কাউকে আটক করা যায় নি।

উদ্ধারকৃত বিদেশী ৩৫ বোতল মদের আনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।

পরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(খ) ধারায় জুনায়েদ ভূইয়ার বিরুদ্ধে থানায় মামলা করা হয়। যার নং-১১।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, পলাতক আসামী জুনায়েদ ভূইয়ার ঘর থেকে ৩৫ বোতল বিদেশী মদ (হুইস্কি) উদ্ধার করা হয়। এসময় সে পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে “।

Exit mobile version