জাতীয়

যেভাবে আগুন লাগে ইউনাইটেডের করোনা ইউনিটে

যেভাবে আগুন লাগে ইউনাইটেডের করোনা ইউনিটে

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালের অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন করোনাভাইরাস আক্রান্ত পাঁচ রোগী মারা গেছেন। আজ বুধবার রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেন।

 

অগ্নিকাণ্ডের কারণও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘নিচ তলায় এসি বিস্ফোরণের কারণে আগুন লাগে।’

 

কামরুল আহসান বলেন, ‘আজ রাত ৯টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১০টা ২৫ মিনিটে। হাসপাতালের ভেতর থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন ওই রোগীরা।’

 

‘প্রচণ্ড ধোঁয়ায় ওই পাঁচ করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস’, যোগ করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার। আরও আহত নিহত আছে কিনা এখনই বলতে পারেন নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের সরিয়ে নিচ্ছেন বলে জানান।

Close