অপরাধচান্দিনা

চান্দিনায় লাইসেন্স না থাকায় খাবার পানি সরবরাহের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা।

চান্দিনায় লাইসেন্স না থাকায় খাবার পানি সরবরাহের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা।

 

সোহেল রানা: কুমিল্লার চান্দিনায় খাবার পানি সরবরাহের লাইসেন্স ও বিএসটিআই এর রেজিস্ট্রেশন না থাকায় অভিযান চালিয়ে  দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,  বুধবার (১২ অক্টোবর) চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল  চান্দিনা বাজারে অভিযান চালিয়ে  বিশুদ্ধ খাবার পানি সরবরাহের লাইসেন্স, ল্যাব টেকনিশিয়ান ও কেমিস্ট না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন,২০১৮ মোতাবেক  নুর ড্রিকিং ওয়াটারকে ৩০ হাজার ও নিশান ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন চান্দিনা থানা পুলিশের একটি টিম।

Close