
ফারুক মেম্বার হাফেজ বোরহান উদ্দিন এর ইমু আইডি হ্যাক হয়েছে,
কুমিল্লা চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত ওয়ার্ড মেম্বার কাজী ফারুক এর ইমু আইডি হ্যাক হয়েছে,গতকাল কাছের লোক কে এসএমএস এবং কল দিয়ে বলে তিনি হাসাপাতালে ভর্তি আছে জরুরি ভাবে ১০ হাজার টাকা প্রয়জন এমতবস্থায় ঢাকা থেকে তার এক শুভাকাঙ্ক্ষী ১০ হাজার টাকা ০১৮৬৯৩৩১৪৪৪ নাম্বারে পাঠায় কিন্তু পরবর্তী তে জানা যায় তার ইমু আইডি হ্যাক হয়েছে।
কাজী ফারুক মেম্বার সকলের উদ্দেশ্য বলে আপনারা কেহ প্রতারিত হবেনা এবং কোন প্রকার টাকা দিবেন না।
হাফেজ মোঃ বোরহানউদ্দিন তার ইমু আইডি হ্যাক হয়েছে হ্যাকাররা গতকাল বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়াছে,
হাফেজ বোরহান উদ্দিন সাহেব সবাইর উদ্দেশ্য বলেন আপনারা কেহ প্রতারিত হবেনা কোন রকম লেনদেন করবেননা।