জেলার খবর

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলা

নোয়াখালীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলা

বিশেষ প্রতিনিধি : নোয়াখালী জেলা শহর মাইজদীর প্রাইম হাসপাতালে ভুল চিকিৎসায় বিটন রহমান (৩০) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষিপ্ত নিহত রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন। এদিকে এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালায় হাসপাতাল কতৃপক্ষ। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মৃত বিটন রহমান জেলার কবিরহাট উপজেলার নতুন সাহাজিরহাটের উত্তমপুর লামছি গ্রামের মফিজ মিয়ার ছেলে। নিহতের স্বজনরা জানান, গতকাল শনিবার বিকেল ৫টার দিকে মেরুদণ্ডের অপারেশনের জন্য বিটন রহমানকে প্রাইম হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। প্রায় তিন ঘণ্টা অপারেশন হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে রাত ১২টার দিকে হাসপাতালের কর্মচারীরা জানায় বিটনের জ্ঞান ফেরেনি। এরপর রোববার ভোর সাড়ে ৫টার দিকে বিটন মারা গেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সকালে হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর লোকজন। ভুল চিকিসার কারণে বিটনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তারা।

নিহতের ভাই জহির উদ্দিন বলেন, ‘চিকিৎসকের ভুল অপারেশনের কারণে আমার ভাই মারা গেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানাই।’

এদিকে, রোববার দুপুরে ওই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালায় প্রাইম হাসাপাতালের মালিক পক্ষের লোকজন। হামলায় কলকাতা টিভি প্রতিনিধি শরীফ খান, নিউজ পোর্টাল ঢাকা পোস্ট প্রতিনিধি হাসিব আল আমিন ও বাংলা চ্যানেলের প্রতিনিধি ইসমাইল হোসেন আহত হন। হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত ক্যামেরা, মোবাইল ভাঙচুর করে।

হাপাতালের এজিএম (ফিন্যান্স এন্ড এডমিন) শিপন সেন সাংবাদিকদের কাছে রোগীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিষয়ে দুঃখ প্রকাশ করেন। এ ছাড়া সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় ক্ষমা চান তিনি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন বলেন, ‘রোগীর স্বজনরা থানায় লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Close