জেলার খবর

চান্দিনায় ফসলের বালাইনাশক ও পোকামাকড় দমনে কৃষক প্রশিক্ষণ

চান্দিনায় ফসলের বালাইনাশক ও পোকামাকড় দমনে কৃষক প্রশিক্ষণ

।। মো. আবদুল বাতেন।।

কুমিল্লার চান্দিনায় শাক-সবজি, ফল ও পান ফসলের পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে চান্দিনা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশিক্ষণ সেন্টারে ওই প্রশিক্ষণ হয়।

এতে জৈব বালাইনাশক ভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে সবজি ফসলের ক্ষতিকারক পেকা-মাকড় ও রোগ বালাই দমন বিষয়ে ৩৫ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ প্রদান করেন- চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আফরিনা আক্তার, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র কুমিল্লার বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী তাহমিনা আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. মনিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার মো. গোলাম সারওয়ার, আবদুল কাদের জিলানী প্রমুখ।

Close