WorkOnJob Student Reward Apps Best Student Reward Apps 2023
অর্থনীতিআন্তর্জাতিকচাকরির বিজ্ঞপ্তিচান্দিনাজেলার খবরতথ্য প্রযুক্তিফিচাররাজনীতি

দ্রুত সুস্থতার জন্য দেশ বিদেশের সকলের কাছে দোয়া প্রার্থনা করেন ওমর ফারুক।

Student Job Reward Apps 2024 Student Job Reward Apps 2024

দ্রুত সুস্থতার জন্য দেশ বিদেশের সকলের কাছে দোয়া প্রার্থনা করেন ওমর ফারুক।

নিউজ ডেক্সঃ

কুমিল্লা চান্দিনার গণমানুষের নেতা সাবেক সফল ডেফুটি স্পিকার জাতীয় নেতা চান্দিনা উন্নয়নের কারিগর বিশিষ্ট সমাজসেবক সৎ নিষ্ঠাবান গরীবের শেষ আশ্রয়স্থল জনপ্রিয় নেতা জনাব আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয়ের দ্রুত সুস্থতার জন্য দেশ বিদেশের সকলের কাছে দোয়া করেন করেন।

এক বার্তায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চান্দিনার সময় এর পক্ষ থেকে ব্যাবস্থাপনা পরিচালক ওমর ফারুক বলেন,চান্দিনার মাননীয় এমপি জনাব আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয় চান্দিনার জনগণের হুদয়ে স্থান করে নিয়াছেন অনেক আগেই,আজ তিনি হাসপাতালে লাইফ সার্পোটে আছেন যা হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, তার দ্রুত রোগ মুক্তির জন্য নফল নামাজ পরে দেশ বিদেশের সকলে দোয়া করার বিনীতভাবে আহবান করেন।

বেকার বসে না থেকে কাজ করুন, মাত্র ৫০ টাকা হলে মোবাইল রিচার্জ, ২০০ টাকা হলে বিকাশ পেমেন্ট। Student Job Reward Apps 2024
Close
Close