জাতীয়

জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, আনিসুর রহমান নাঈম।

সংবাদ সম্মেলনে আনিছুর রহমান নাঈম বলেন, ‘রোকেয়া খাতুন নামে যে মহিলা আমার নামে অভিযোগ তুলেছেন তা সত্য নয়। আমার বাসার সামনে যে জমি রয়েছে তার, সেটি আমি দখল করার প্রশ্নই আসে না। বাসার সামনে ময়লা আবর্জনা ফেলার কারণে সেই স্থানে কিছু ঘাঁস ও বাগান করা হয়েছে তার প্রতিনিধির সাথে কথা বলে। সেখানে কোন স্থাপনাও তৈরি করা হয়নি। তিনি যে কোন সময় তার জমিতে যে কোন কাজই করতে পারবেন। উনার দখলদারিত্বে আমি কোন হস্তক্ষেপ করিনি।সংবাদ সম্মেলনে নাঈম আরো বলেন, আসলে শুদ্ধি অভিযানের কারণে আমার কিছু প্রতিপক্ষ আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভূয়া তথ্য ছড়াচ্ছে। অথচ আমি এসব দখল, চাঁদাবাজির বিরুদ্ধে সব সময় কাজ করেছি। আমি আমার ওয়ার্ডের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপও হাতে নিয়েছি। অথচ কিছু সংবাদ মাধ্যম আমার বিরুদ্ধে ভুল তথ্য উপস্থাপন করছে। আমি এসবের নিন্দা জানাই।

Close