আন্তর্জাতিকচান্দিনাজাতীয়
ডঃ সাবরিনা সুলতানা ও ছেলে আবু সাঈদ উচ্চতর শিক্ষার জন্য লন্ডন গমন। দোয়া কামনায় সফিউল্লা সফি।

ডঃ সাবরিনা সুলতানা ও ছেলে আবু সাঈদ উচ্চতর শিক্ষার জন্য লন্ডন গমন। দোয়া কামনায় সফিউল্লা সফি।
নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি, আহসান হাবীব।
কুমিল্লা চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কৃতি সন্তান সৎ নিষ্ঠাবান জনাব মরহুম সাহাদাত মাস্টারের মেয়ে তার দুই সন্তানের জন্য দোয়া প্রার্থনা করেন
মরহুম শাহাদাত মাষ্টারের সুযোগ্য ত্বনয়া চান্দিনার অহংকার ডাক্তার সাবরিনা সুলতানা এবং তার ত্বনয় আবু সাঈদ লন্ডনে উচ্চ শিক্ষার জন্য ২৭-১২-২০২০ তারিখে গিয়েছেন।তাদের সুসাস্থ ও দীর্ঘায়ু কামনা সহ দেশ-বিদেশের সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং তারা উচ্চ শিক্ষায় আদিষ্ট হয়ে দেশ ও জনগণের কল্যানে নিয়োজিত হবেন এমন আশাবাদ ব্যাক্ত করেন চান্দিনার গর্ব দীর্ঘ ১৮ বছর বাংলাদেশ নৌ বাহিনীতে সুনামের সঙ্গে কর্মরত থেকে বর্তমানে কুয়েত আর্মিতে কর্মরত জনাব সফিউল্লা সফি।