চান্দিনা

প্রকাশিত নিউজের তীব্র প্রতিবাদ জানান সভাপতি আবুল কালাম আজাদ।

প্রকাশিত নিউজের তীব্র প্রতিবাদ জানান সভাপতি আবুল কালাম আজাদ।

 

স্থানীয় প্রতিনিধিঃ

কুমিল্লা চান্দিনার ১৩নং জোয়াগ ইউনিয়নের কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরিক্ষার্থীর ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায়ে এমন একটি প্রতিবেদন বিভিন্ন অনলাইন মিডিয়া ও ফ্রিন্ট মিডিয়ার প্রকাশিত হওয়া তীব্র প্রতিবাদ জানান এবং নিউজ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বলে জানান ,

 

কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয়ের গভনিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন বোর্ড কৃতক পরিক্ষার ফি নেওয়া হচ্ছে বারতি কোন টাকা নেওয়া হয়না। এবং অভিযোগকারী পরিক্ষার্থী সম্পর্কে বলেন যে দুইজন ছাত্রের বাবা অভিযোগ করেছে ঐ ছাত্ররা টেস্ট পরিক্ষার ৫ টি বিষয়ে ফেল করেছে তাই তাদের ফরম ফিলাপ করা হয়না কারণ বোর্ড কৃতক নিয়মে যা হচ্ছে তাই করা হয়েছে ,আবুল কালাম আজাদ বলেন এ বিষয়ে আমি চান্দিনার ইউএন সাহেব কে অবহতি করা হয়েছে এবং অভিযোগ কারীর ছাত্রদের পরিক্ষা দেওয়ার ডকুমেন্ট সহ তা দেওয়া হয়েছে তাই এই ব্যাপারে কেহ বিভ্রান্ত না হওয়ার আহবান জানান এবং মিডিয়া সংবাদকর্মীদের আহবান করে বলেন আপনারা আসুন তথ্য যাচাই করুন সত্যতা ইনশাআল্লাহ পেয়ে যাবেন।

 

 

 

 

 

 

 

 

 

Close